মধু কি শুধুই পুস্টিকর খাবার? না অন্য কিছু? মধু হচ্ছে ন্যাচারাল এন্টিবায়োটি ক যা রাসায়নিক এন্টিবায়োটিকের চেয়ে হাজার ঘুন উত্তম, আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আমি মোহাম্মদ নুর আলম আন-নুর ফুড ফ্যাশন ডট কম থেকে , বন্ধুরা ৯০ দশকের আগে গ্রামগঞ্জে প্রায় ঘরেই মধু রাখা হতো , আমাদের যখন জ্বর হাচি কাশী বা সর্দি হতো আমার মা আমাদেরকে এক ২ চামচ খাইয়ে দিতেন, জ্বর ছেড়ে যেত কিন্তু ৯০ দশকের পরে রাসায়নিকের ছড়াছড়ি বেড়ে যাওয়ার পর মানুষ প্রকৃতি থেকে বের হয়ে আসে অর্থাৎ রাসায়নিক এন্টিবায়োটিক এর উপর নির্ভরশীল হয়ে পড়ে সাময়িক উপকৃত হলেও দীর্ঘমেয়াদী উপকার থেকে বঞ্চিত হতে থাকেন সাময়িক উপকার হলেও কিছুদিন পর আবার জ্বর সর্দি কাশি শুরু হয় তাই এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে প্রকৃতির দিকে , প্রতিদিন সকাল কিংবা বিকালে দুই চামচ করে পরিবারের ছোট-বড় সবাই খেতে পারেন যা আপনার বা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর আমরা আন-নুর ফুড ফ্যাশন ডট কম নিজে উপস্থিত থেকে মধু সংগ্রহ করে থাকি কোনরকম ভেজাল মিশ্রণ ছাড়াই আমরা অথেন্টিক একদম র- মধুটাই ডেলিভারি দিয়েছে থাকি ,
অতিরিক্ত ডেলিভারী চার্জ ( DHAKA জেলা): 20
অতিরিক্ত ডেলিভারী চার্জ (অন্য জেলা): 50